এসো বলি
অনেক সময় আমাদের মনের ভেতরে এমন কিছু সমস্যা বা ভয় থাকে, যেগুলো আমরা পরিবার বা বন্ধুদের কাছে শেয়ার করতে লজ্জা পাই। কিন্তু এখন তোমার সব অনুভব, প্রশ্ন বা সমস্যার কথা বলার জন্য একটি নিরাপদ জায়গা তৈরি হয়েছে—"Esho Boli"। এখানে তুমি যা বলবে, তা থাকবে গোপন এবং কেউ তোমাকে বিচার করবে না। এখানে মানব মডারেটররা তোমাকে সহানুভূতির সাথে সাহায্য করবে, AI নয়।
এখানে তোমার নাম তোমার মোবাইল নাম্বার এবং বিভিন্ন তথ্য দিতে না চাইলে বানিয়ে বসিয়ে দিতে পারো